Sharath Makanahalli Wins Gold: প্যারা এশিয়ান গেমসে সোনা শরত মাকানাহাল্লির

প্যারা এশিয়ান গেমসে (Para Asian Games) ফের সোনা জিতল ভারত। এবার অ্যাথলেটিক্স ট্রাক থেকে দেশকে সোনা এনে দিলেন শরত মাকানাহাল্লি (Shararath Makanahalli)।

India in Asian Para Games 2023 (Photo Credit: Paralympic India/ X)

প্যারা এশিয়ান গেমসে (Para Asian Games) ফের সোনা জিতল ভারত। এবার অ্যাথলেটিক্স ট্রাক থেকে দেশকে সোনা এনে দিলেন শরত মাকানাহাল্লি (Sharath Makanahalli)। পুরুষদের ৫ হাজার মিটার T13 বিভাগে (5000 M T13 Event)  জিতলেন এক পায়ে দৌড়ে সোনা জিতলেন শরত। তিনি দৌড় শেষ করতে সময় নিলেন 2:18:90। মাত্র ০.১ সেকেন্ড বেশী সময় নিয়ে রুপো জিতলেন জর্ডনের প্যারা দৌড়বিদ নাবেল।

চিনের হাংঝৌতে আয়োজিত প্যারা এশিয়াডে ভারত এখনও পর্যন্ত ৯টি সোনা,৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ পদক জিতেছে।

দেখুন ভিডিয়ো

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)