Sachin Railway Station: সুরাটের 'শচীন' রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার সুনীল গাভাসকারের, করলেন প্রিয় মানুষের প্রশংসা (দেখুন সেই ছবি)

২৮ নভেম্বর গুজরাটের সুরাটের 'শচীন' রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে সেই ছবি তোলা হয়েছে। ছবিটি শেয়ার করার সময় সুনীল গাভাস্কার যারা এই রেলওয়ে স্টেশনের নামকরণ করেছেন তাদের প্রশংসা করেছেন এবং একটি ক্যাপশনও লিখেছেন।

Sunil Gavaskar On Sachin Station Photo Credit: Instagram@Sunil Gavaskar

ঙ্ইগসনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।  ২৮ নভেম্বর গুজরাটের সুরাটের 'শচীন' রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে সেই ছবি তোলা হয়েছে। ছবিটি শেয়ার করার সময় সুনীল গাভাস্কার যারা এই রেলওয়ে স্টেশনের নামকরণ করেছেন তাদের প্রশংসা করেছেন এবং একটি ক্যাপশনও লিখেছেন।

গত শতাব্দীতে যারা ছিলেন তাদের কী দূরদর্শিতা।আমাদের খেলার সর্বকালের সেরাদের একজন এবং আমার প্রিয় ক্রিকেটার তবে আরও গুরুত্বপূর্ণভাবে আমার প্রিয় ব্যক্তির নামে সুরাটের কাছে একটি রেলস্টেশনের নামকরণ করার জন্য।

ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।সুরাট থেকে আহমেদাবাদ ও মুম্বাইগামী রেল যাত্রার ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ স্টেশন হল শচিন৷  স্টেশনটির তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি মুম্বাই-আহমেদাবাদ-জয়পুর-দিল্লি প্রধান রুটের মধ্যে রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Sunil Gavaskar (@gavaskarsunilofficial)