Roger Federer: বিদায় বেলায় নিজে তো কাঁদলেনই, সঙ্গে সতীর্থদেরও কাঁদালেন রজার ফেডেরার; দেখুন ভিডিও

বিদায় বেলায় নিজে তো কাঁদলেনই, সঙ্গে কাঁদালেন গোটা টেনিস বিশ্বকে। শুক্রবার লন্ডনের ও'টু এরিনার মঞ্চ তৈরি ছিল রজার ফেডেরারের (Roger Federer) জন্যই। যত আগ্রহ এই ম্যাচ ঘিরেই। তবে পেশাদারি ক্যারিয়ারের শেষ ম্যাচটা জিততে পারেননি ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে যান ফেডেরার এবং নাদাল জুটি। লেভার কাপে টিম ইউরোপের প্রতিনিধিত্ব করছিলেন তাঁরা। তবে ম্যাচটা ফেডেরারের কাছে হার-জিতের ছিল না। ম্যাচটা ছিল আবেগের। তাই বিদায় বেলায় চোখের জল ধরে রাখতে পারেননি ফেডেরার। সতীর্থ নোভাক জোকোভিচ (Novak Djokovic), রাফায়েল নাদালরাও (Rafael Nadal) কেঁদে ভাসান। বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদছিলেন নাদাল। জোকোভিচও চোখের জল মুছছিলেন। নিজেকে কিছুটা সামলে পুরো কোর্ট ঘুরে নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নেন ফেডেরার।

দেখুন ছবি ও ভিডিও:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement