Olympics Medallist Manu Bhaker: অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকর ফিরছেন ঘরে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের বাইরে উদযাপন ক্রীড়াপ্রেমীদের (দেখুন ভিডিও)

মনুর মা সুমেধা ভাকর মেয়ের প্রথম পদক জয়ের পর বলেছিলেন মেয়ে দেশে ফিরলেই তাঁর জন্য বিমানবন্দরে পরোটা করে নিয়ে আসবেন তিনি। দিল্লি বিমানবন্দরে সেই দৃশ্য দেখা যায় কি না, সেইদিকেও থাকবে নজর।

People celebrate At IGI Airport before Manu Came Photo Credit: X@

প্যারিস অলিম্পিকের আসরে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে মাইলফলক তৈরি করেছেন  মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি।২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। এবার তাঁর ঘরের ফেরার পালা।নয়া দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা মনুর। টার্মিনাল ৩-র ভিআইপি গেট দিয়ে বের হবেন মনু। মনুর মা সুমেধা ভাকর মেয়ের প্রথম পদক জয়ের পর বলেছিলেন মেয়ে দেশে ফিরলেই তাঁর জন্য বিমানবন্দরে পরোটা করে নিয়ে আসবেন তিনি। দিল্লি বিমানবন্দরে সেই দৃশ্য দেখা যায় কি না, সেইদিকেও থাকবে নজর। অন্যদিকে ঘরের মেয়েকে স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রীড়াপ্রেমীদের ভিড়। বাজনা বাজিয়ে স্লোগান দিয়ে উদযাপন শুরু সকাল থেকেই।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now