Mitchell Santner Catch Video: আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিককালের সেরা ক্যাচটা লুফলেন স্যান্টনার, দেখুন ভিডিয়ো
একেবারে অবিশ্বাস্য ক্যাচ লুফে সবাইকে তাজ্জব বানিয়ে দিলেন নিউ জিল্যান্ডের তারকা স্পিনার মিচেল স্যান্টনার।
একেবারে অবিশ্বাস্য ক্যাচ লুফে সবাইকে তাজ্জব বানিয়ে দিলেন নিউ জিল্যান্ডের তারকা স্পিনার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। গতকাল, শুক্রবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ক্যাচটা লুফে ফেললেন কিউই স্পিনার। সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে নিজের ডেলিভারিতে নিজেই অসমান্য দক্ষতায় ঝাঁপিয়ে সংযুক্ত আরবের ব্যাটার আসিফ খানের দুরন্ত ক্যাচ লুফলেন স্যান্টনার। সোশ্যাল মিডিয়ায় এখন স্যান্টনারের ক্যাচ ভাইরাল।
সেই ম্যাচে কিউইদের করা ১৫৫ রানের জবাবে সংযুক্ত আরব আমিরশাহি ১৩৬ রানে অল আউট হয়ে যায়। কিউই পেসার টিম সাউদি ২৫ রানে ৫ উইকেট নেন। স্যান্টনার ও জিমি নিশাম দুটি করে উইকেট নেন। ৩৪ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন কিউই ওপেনার টিম সেইফার্ট।
দেখুন অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)