Men's Volleyball Club World Championships 2023: আগামী ডিসেম্বরে ভারতে প্রথমবার আয়োজিত হবে ভলিবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

আয়োজক দেশ হিসেবে, ২০২৩ ও ২০২৪ সালে প্রাইম ভলিবল লিগের বিজয়ীরা ভারতের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা মুখোমুখি হবে ব্রাজিল, ইরান ও ইতালির মতো বিশ্বের শীর্ষ ভলিবল দেশগুলোর প্রতিষ্ঠিত ক্লাবের সঙ্গে।

Men's Club World Championships (Photo Credit: Asian Volleyball Confederation/ Twitter)

ভলিবল ওয়ার্ল্ড (Volleyball World) এবং এফআইভিবি (FIVB) মঙ্গলবার ঘোষণা করেছে, প্রাইম ভলিবল লিগের (Prime Volleyball League) সঙ্গে যৌথ উদ্যোগে দু'বছরের জন্য পুরুষ ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের (Men's Club World Championships) আয়োজন করবে ভারত। ২০২২-এ প্রাইম ভলিবল লিগ শুরু হওয়ার পর থেকে ভারতে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আয়োজক দেশ হিসেবে, ২০২৩ ও ২০২৪ সালে প্রাইম ভলিবল লিগের বিজয়ীরা ভারতের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা মুখোমুখি হবে ব্রাজিল, ইরান ও ইতালির মতো বিশ্বের শীর্ষ ভলিবল দেশগুলোর প্রতিষ্ঠিত ক্লাবের সঙ্গে। ২০২৩ সালের ৬ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে এই চ্যাম্পিয়নশিপগুলো মঞ্চস্থ হবে। এ বছরের শেষের দিকে আয়োজক শহর ঘোষণা করা হবে।