Joe Root Left Handed Batting: পিচ অবজ্ঞায় বাঁ হাতে ব্যাট করলেন জো রুট! দেখুন ভিডিয়ো

রাওয়ালপিন্ডির প্রাণহীন পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে। একেবারে পাটা পিচে ব্যাটাররা বলে বলে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করছেন।

Joe Root. (Photo Credits: Getty Images | Twitter/ James Whaling)

রাওয়ালপিন্ডির প্রাণহীন পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে। একেবারে পাটা পিচে ব্যাটাররা বলে বলে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করছেন। টেস্টের প্রথম দিনে উঠল ৫০৬ রান। রাওয়ালিপন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে পিচ হয়ে গেছে ভিলেন। সেই পিচকে অবজ্ঞা করে বাঁ হাতে ব্যাট করলেন জো রুট। যে রুট ডান হাতেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সব রান করেছেন। সেখানে আজ, রবিবার টেস্টের চতুর্থ দিনে বাবর আজমদের বিরুদ্ধে বাঁ হাতে ব্যাট করলেন ডান হাতি রুট।

দ্বিতীয় ইনিংসে ৬৯ বলে ৭৩ রান করে আউট হন রুট। হ্যারি ব্রুক করেন ৬৫ বলে ৭৩ রান। মাত্র ৩৫.৫ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটে ২৬৪ রান করে ডিক্লেয়ার করে। পাকিস্তানকে জিততে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৪৩ রান। এখনও ম্যাচে ১২০ ওভার বাকি আছে। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ড করল ৯২১ রান, রান রেট দাঁড়ায় ৬.৭২।

দেখুন রুট কীভাবে বাঁ হাতে ব্যাট করছেন