Gautam Gambhir: সামনে অগ্নিপরীক্ষা, গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রোহিতদের নয়া হেডস্যার গম্ভীর

জীবনের নতুন চ্যালেঞ্জ শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে দু দুটো বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে দু বার কলকাতা নাইট রাইডার্সকে খেতাব এনে দিয়েছেন।

Gautam Gambhir visited Kamakhya Temple. (Photo Credits: ANI/X)

জীবনের নতুন চ্যালেঞ্জ শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে দু দুটো বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে দু বার কলকাতা নাইট রাইডার্সকে খেতাব এনে দিয়েছেন। দেশকে বহু ম্যাচে জিতিয়েছেন। খেলা ছাড়ার পর রাজনীতিবিদ হিসেবে বড় ব্যবধানে ভোটে জিতে দু'বার সাংসদ হয়েছেন। আইপিএলে কেকেআর-এর মেন্টর হতেই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছেন।

গম্ভীর যাতে হাতে দেন তাতেই যেন সোনা ফলে। সেই গম্ভীর এবার ভারতের জাতীয় দলের কোচ হয়েছেন। আর কোচ হয়ে কাজ শুরুর আগে অসমের গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন গম্ভীর। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের পথ চলা শুরু হচ্ছে।

দেখুন কামাক্ষা মন্দিরে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর