East Bengal FC, ISL Transfer: ইস্টবেঙ্গলে মেসির বার্সেলোনার সতীর্থ মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজ

আর এক স্প্যানিশ মিডফিল্ডার বোরজা হেরেরাকে এফসি গোয়াকে লোনে দিয়েছে ইস্টবেঙ্গল

Victor Vasquez with Messi (Photo Credit: 90ndstoppage/ X)

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বাকি মরসুমের জন্য স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাসকুয়েজকে (Victor Vazquez) চুক্তির কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। মেসি, সেস্ক ফ্যাব্রেগাস (Cesc Fabregas) ও জেরার্ড পিকের (Gerard Piqué) সমন্বয়ে গঠিত লা মাসিয়া (La Masia) ব্যাচের অংশ ছিলেন ভাসকেজ। ২০০৮ সালে কাতালান দলের দায়িত্ব নিলে পেপে গার্দিওলার (Pep Guardiola) হাত ধরে বার্সেলোনার প্রথম দলে উন্নীত হন তিনি। সেই কারণেই আর এক স্প্যানিশ মিডফিল্ডার বোরজা হেরেরাকে (Borja Herrera) এফসি গোয়াকে লোনে দিয়েছে ইস্টবেঙ্গল। বার্সেলোনায় লিওনেল মেসির (Lionel Messi) প্রাক্তন সতীর্থ ভাসকুয়েজ ক্লাব ব্রুজ (Club Brugge), টরন্টো এফসি (Toronto FC) ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির (Los Angeles Galaxy) মতো ক্লাবের হয়েও খেলেছেন। FC Goa, ISL Transfer: সন্দেশ ঝিঙ্গানের পরিবর্তে নিম দোরজি তামাংকে নিতে প্রস্তুত এফসি গোয়া

দেখুন পোস্ট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif