Mohun Bagan vs Odisha Video Highlight: দেখুন, সাদিকুর গোলে শেষ মুহূর্তে হারের মুখ থেকে ফিরল মোহনবাগান

জোড়া গোল করে পয়েন্ট নিশ্চিত করেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)

Mohun Bagan vs Odisha (Photo Credit: Mohun Bagan SG/ X)

বুধবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ম্যাচে ৩১ মিনিটে পেনাল্টি থেকে আহমেদ জাহুর (Ahmed Jahouh) গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। হাফটাইমের হুইসেলের কিছুক্ষণ আগে ওড়িশা দ্বিগুণ লিড নিয়ে সল্টলেক স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয়। আবার সেই গোলও করেন আহমেদ জাহুর। একই সঙ্গে এফসি কাপে একই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ৫-২ গোলে লজ্জার হারের কথা মনে পড়ে যায় এবং সেই ঘটনা যাতে আবার না ঘটে তাই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে দল এবং দ্বিতীয়ার্ধে মোহনবাগান নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়। জোড়া গোল করে পয়েন্ট নিশ্চিত করেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। তাঁর প্রথম গোলটি আসে ৫৮ মিনিটে, এরপর যখন ফুল টাইম শেষে অতিরিক্ত সময় চলছে তখন তিনি ফের গোল দিয়ে মোহনবাগানকে ঘরের মাঠে লজ্জার হার থেকে রক্ষা করেন। Lionel Messi TIME's 2023 Athlete of the Year: টাইমসের বিচারে বর্ষসেরা অ্য়াথলিট হলেন মেসি

দেখুন ভিডিও

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now