FIFA Fund for Players: আরও ২২৫ অবৈতনিক ফুটবলারের আর্থিক ক্ষতিপূরণ আবেদন গ্রহণ ফিফার

বিশ্বজুড়ে খেলোয়াড়দের বেতন সুরক্ষা নিশ্চিত করতে ফিফা ইতিমধ্যে ১,৩৭০ জন খেলোয়াড়কে অর্থ প্রদান করেছে

FIFA (Photo Credit: Twitter)

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) তাদের তৃতীয় ধাপে ২২৫ জন অবৈতনিক ফুটবলারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব ফুটবলারদের বেতন দেওয়া হয়নি এবং তাদের ক্লাবগুলির সঙ্গে যে বেতনের বিষয়ে চুক্তি হয়েছে, তা যথাযথভাবে পাওয়ার কোনও সম্ভাবনা নেই, তাদের আর্থিক সহায়তা দেওয়া হয় এই তহবিল থেকে। এই তহবিলের মোট বাজেট ১৬ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দুই মেয়াদে ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ফিফা ইতিমধ্যে আট মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে তৃতীয় ধাপে আরো ৪০ লক্ষ মার্কিন ডলার বরাদ্দ করা হবে। ফিফার প্রফেশনাল ফুটবল রিলেশনস অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অর্নেলা ডিজাইরি বেলিয়া বলেন, বিশ্বজুড়ে খেলোয়াড়দের বেতন সুরক্ষা নিশ্চিত করতে ফিফা ইতিমধ্যে ১,৩৭০ জন খেলোয়াড়কে অর্থ প্রদান করেছে।