FIH Hockey World Cup 2023: ট্রফি ধরে রাখার আশায় ওড়িশায় আগমন বিশ্ব বিজেতা বেলজিয়ামের

বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে (Biju Patnaik International Airport) বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে সমর্থকদের ভিড় দেখা যায়।

Belgium Hockey Team (Photo Credit: Hockey India/ Twitter)

চার বছর আগে কলিঙ্গ স্টেডিয়ামে যে খেতাব জিতেছিল বেলজিয়াম, তা ধরে রাখার আশায় শুক্রবার ওড়িশায় এসে পৌঁছালো বিশ্ব বিজেতা। এফআইএচ ওড়িশা হকি পুরুষ বিশ্বকাপ (FIH Hockey World Cup) অনুষ্ঠিত হবে ভুবনেশ্বর-রাউরকেলায়। বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে (Biju Patnaik International Airport) বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে সমর্থকদের ভিড় দেখা যায়। জার্মানি, জাপান ও কোরিয়ার সঙ্গে পুল বি-তে রয়েছে বেলজিয়াম। আগামী ১৪ জানুয়ারি ভুবনেশ্বরে কোরিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে তারা। অধিনায়ক ফেলিক্স ডেনায়ারের (Felix Denayer) নেতৃত্বে এফআইএইচ ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপের (FIH 2018 Men's Hockey World Cup) পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে ট্রফি ধরে রাখার আশায় লাল সিংহরা (Red Lions)। যদি তারা তা করতে সক্ষম হয়, তবে পাকিস্তান (১৯৭৮, ১৯৮২), জার্মানি (২০০২, ২০০৬) এবং অস্ট্রেলিয়ার (২০১০, ২০১৪) মতো পরপর দুইবার পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জেতা চতুর্থ দেশ হবে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)