Dipa Karmakar: ডোপ কাণ্ডে দু বছরের নির্বাসনের শাস্তি চলছে দীপা কর্মকারের

রিও অলিম্পিক্সে ইতিহাস গড়ে চতুর্থ স্থানে থাকা তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারকে নিয়ে বড় কথা জানা গেল। ডোপ কাণ্ডে ত্রিপুরার তারকা জিমন্যাস্ট দীপাকে নিয়ে এতদিন নানা জল্পনা চলছিল।

Dipa Karmakar

রিও অলিম্পিক্সে ইতিহাস গড়ে চতুর্থ স্থানে থাকা তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারকে নিয়ে বড় কথা জানা গেল। ডোপ কাণ্ডে ত্রিপুরার তারকা জিমন্যাস্ট দীপাকে নিয়ে এতদিন নানা জল্পনা চলছিল। তবে এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানানো হল, ডোপিং পরীক্ষা এড়িয়ে যাওয়ার অভিযোগে দীপাকে দু বছর নির্বাসনের শাস্তি দিয়েছে বিশ্ব অ্যাথলিট সংস্থা। দেশের জিমন্যাস্টে বিপ্লব আনা 'প্রোদুনোভা গার্ল' দীপা সেই শাস্তি খাটায়, কোনওরকমে ইভেন্টে যোগ দিচ্ছেন না।

দীপার এই শাস্তির পিছনে কারণ হল 'হোয়ারঅ্যাবাউটস' না জানানো। মানে কোনও অ্য়াথলিট বা ক্রীড়াবিদকে নাডা বা ওয়াডার মত ডোপিং পরীক্ষাক সংস্থা জানাতে হয়, তিনি কোথায় থাকবেন। সেটা না জানালে, বা ডোপিং পরীক্ষা বারবার এড়িয়ে গেলে এই শাস্তি হয়। ২০২১ টোকিও অলিম্পিক্সে চোটের কারণে খেলতে পারেননি দীপা। দীপার মত আরও ১২জন জিমন্যাস্টকে এই শাস্তি দেওয়া হয়েছিল। শেষবার দীপাকে কোনও বড় ইভেন্টে দেখা গিয়েছে, ২০১৯ বাকুতে আয়োজিত জিমন্যাস্টিক বিশ্বকাপে।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now