Stunning Catch by Fan: বিয়ারের কাপ হাতে নিয়ে, ম্যানচেস্টার টেস্টে চমকপ্রদ ক্যাচ নিলেন দর্শক; দেখুন ভিডিও

৮৩তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে মার্ক উডকে একটি শর্ট ডেলিভারিতে পুল করে বল ডিপ মিড উইকেটে মারেন যা ক্যাচ হয় তবে এক দর্শকের হাতে যার আরেক হাতে চারটে পিন্ট বিয়ার কাপ ছিল যা সবাইকে হতবাক করে দেয়

ENG Fan Stunning Catch (Photo Credit: England Cricket/ X)

ওল্ড ট্র্যাফোর্ডে একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিন যাকে ইংলিশ সামার বলে সেখানে যখন হোম টিম ভাল পারফরম্যান্স করে তখন স্টেডিয়ামে থাকা ভক্তরাও যে দারুণ মেজাজে থাকে সেটা ধরাই যায়। গতকাল এক দর্শক সাবলীলভাবে ক্যাচ নিয়ে তিনি ইন্টারনেটে বেশ সাড়া ফেলে দিয়েছেন। শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮৩তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে মার্ক উডকে একটি শর্ট ডেলিভারিতে পুল করে বল ডিপ মিড উইকেটে মারেন যা ক্যাচ হয় তবে এক দর্শকের হাতে যার আরেক হাতে চারটে পিন্ট বিয়ার কাপ ছিল যা সবাইকে হতবাক করে দেয়। ক্যামেরা তার দিকে প্যান করতেই তিনি স্যালুট দেন। এমনকি ডাগআউটে থাকা ইংল্যান্ড দলের কোচ পল কলিংউডও হাতে একটি কাল্পনিক বিয়ার পিন্ট এবং বল ধরে ভক্তের অ্যাকশন অনুকরণ করার চেষ্টা করে যে স্তম্ভিত সেটা জানান দেন। Harry Singh, ENG vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দ্বাদশ খেলোয়াড় প্রাক্তন ভারতীয় পেসারের পুত্র হ্যারি সিং

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে দর্শকের অসামান্য ক্যাচ