Sachin Tendulkar: অন্তত আম্বানি-রাধিকাকে LBW সচিনের!

গুজরাটের জামনগরে আম্বানির ছেলের প্রাক বিয়ের চোখধাঁধোনা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড, ক্রিকেট তারকারা, আন্তর্জাতিক সেলেব সহ বহু খ্যাতনামা মানুষ, শিল্পপতি, রাজনীতিবিদ।

মুকেশ-নীতা আম্বানির ছেলে অন্তত-র প্রাক বিয়ের অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছেন দেশের সেলেবরা। গুজরাটের জামনগরে আম্বানির ছেলের প্রাক বিয়ের চোখধাঁধোনা অনুষ্ঠানে হাজির গোটা বলিউড, ক্রিকেট তারকারা, আন্তর্জাতিক সেলেব সহ বহু খ্যাতনামা মানুষ, শিল্পপতি, রাজনীতিবিদ।

অন্তত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে সচিন তেন্ডুলকরকেও দেখা গিয়েছে। সেই সচিন সোশ্যাল মিডিয়ায় বেশ মজা করে অন্তত ও রাধিকাকে শুভেচ্ছা জানালেন। মাস্টার ব্লাস্টার লিখলেন, অন্তত ও রাধিকা তোমাদের জানাই ভালবাসা (Love), আশীর্বাদ (Blessings) ও শুভেচ্ছা (Wishes)। মানে ক্রিকেটে যাকে বলে LBW।

দেখুন সচিনের এক্স

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)