Sachin on Virat's 50th Century: রেকর্ড ভাঙতেই বিরাটের জন্য হৃদয়স্পর্শী পোস্ট সচিনের
সচিনও স্টেডিয়াম থেকে বিরাট কোহলিকে মাঠে ইতিহাস গড়তে দেখেন। বিরাটের জন্য হাততালিও দেন তিনি
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি সেঞ্চুরি করার কীর্তি গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ওয়ানডেতে ৪৯ টি সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ১১৭ রান করেন বিরাট। সচিনও স্টেডিয়াম থেকে বিরাট কোহলিকে মাঠে ইতিহাস গড়তে দেখেন। বিরাটের জন্য হাততালিও দেন তিনি। বিরাটের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে সচিন আবেগপ্রবণ একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'যখন আমি ভারতীয় ড্রেসিং রুমে তোমার সাথে প্রথম দেখা করি, তখন অন্যান্য সতীর্থরা তোমাকে সাথে আমার পা স্পর্শ করতে বলে। আমি সেদিন হাসি থামাতে পারিনি। তবে শীঘ্রই, তুমি তোমার আবেগ এবং দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ কর। আমি খুব খুশি যে সেই তরুণ ছেলেটি 'বিরাট' খেলোয়াড় হয়ে উঠেছে। একজন ভারতীয় আমার রেকর্ড ভাঙায় আমি খুশি। সেটাও আমার ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে।' Virat Kohli 50th Century: ক্রিকেটের ঈশ্বরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে ৫০টি শতকের মালিক কিং কোহলি