Rashid Khan Returns as Captain: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন রশিদ খান

আগামী ১৬,১৮, এবং ১৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

Afghan Captain Rashid Khan (Photo Credit: Afghanistan Cricket Board/ Twitter)

আফগানিস্তান ও আমিরাত ক্রিকেট বোর্ডের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক সহযোগিতা চুক্তি অনুযায়ী টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে। চুক্তির ভিত্তিতে বার্ষিক ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ১৬,১৮, এবং ১৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) ও এমিরেটস ক্রিকেট বোর্ড (Emirates Cricket Board) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানেই অধিনায়ক হিসেবে ফিরছেন রশিদ খান (Rashid Khan) সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্পের জন্য ২২ ক্রিকেটারের প্রাথমিক তালিকা নির্বাচন করেছে এসিবি। সিরিজ শুরুর এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে দলটি।

আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আবদুল রহমান রাহমানী, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, বিলাল সামি, ফরিদ আহমদ মালিক, ফজলহাক ফারুকী, গুলবাদিন নায়েব, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাঙ্গিয়াল খারোটি, নবীন-উল-হক, নিজাত মাসুদ, নূর আহমদ, রহমত শাহ, সাদিকুল্লাহ অটল, শহীদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, জহির খান।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Tags

Abdul Rahman Rahmani Afghanistan Cricket Board Afghanistan Squad 2023 Afghanistan Tour of UAE 2023 Afsar Zazai Azmatullah Omarzai Bilal Sami Emirates Cricket Board Farid Ahmad Malik Fazalhaq Farooqi Gulbadin Naib Hazratullah Zazai Ibrahim Zadran Mujeeb Ur Rahman Najibullah Zadran Nangyal Kharoti Naveen-Ul-Haq Nijat Masoud Noor Ahmad Rahmanullah Gurbaz (wk) Rahmat Shah Rashid Khan (c) Sediqullah Atal Shahidullah Kamal Sharafuddin Ashraf Zahir Khan আজমতুল্লাহ ওমরজাই আফসার জাজাই আবদুল রহমান রাহমানী ইব্রাহিম জাদরান গুলবাদিন নায়েব জহির খান নবীন-উল-হক নাঙ্গিয়াল খারোটি নাজিবুল্লাহ জাদরান নিজাত মাসুদ নূর আহমদ ফজলহাক ফারুকী ফরিদ আহমদ মালিক বিলাল সামি মুজিব উর রহমান রশিদ খান (অধিনায়ক) রহমত শাহ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার) শরাফউদ্দিন আশরাফ শহীদুল্লাহ কামাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান সাদিকুল্লাহ অটল হযরতুল্লাহ জাজাই

Share Now