Musheer Khan Double Century: রঞ্জি ট্রফিতে প্রথম ডাবল সেঞ্চুরি করে মুম্বইকে উদ্ধার সরফরাজের ভাই মুশির খানের
তিনি লেটে বল খেলার কৌশল এবং বড় শট খেলার কোনও চিন্তাভাবনা থেকে দূরে রেখে গতকাল কেরিয়ারের প্রথম শতক করেই আজ প্রথম ডাবল সেঞ্চুরি করেন
বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনে মুম্বইকে উদ্ধার করতে মাত্র ১৮ বছরের ক্রিকেট সেনসেশন মুশির খান (Musheer Khan) তাঁর প্রথম প্রথম-শ্রেণির ডাবল সেঞ্চুরি করেছেন। বিকেসি গ্রাউন্ডে যখন তিনি ব্যাট করতে নামেন তখন মুম্বইয়ের স্কোর চার উইকেটে ৯০। চোট পাওয়া শ্রেয়স আইয়ার, শিবম দুবে এবং জাতীয় দায়িত্বে থাকা দাদা সরফরাজকে ছাড়া যেখানে ফর্ম নেই অধিনায়ক আজিঙ্ক রাহানের, সেখানে মুম্বইয়ের প্রত্যাশার ভার মুশিরের তরুণ কাঁধে পড়ে। তিন নম্বরে নেমে অভিজ্ঞ ভার্গব ভট্টের নেতৃত্বে বরোদার স্পিনাররা পিচের স্যাঁতসেঁতে ভাবকে কাজে লাগিয়ে মুশির জানতেন যে তাকে আঁটসাঁট হতে হবে। তিনি লেটে বল খেলার কৌশল এবং বড় শট খেলার কোনও চিন্তাভাবনা থেকে দূরে রেখে গতকাল কেরিয়ারের প্রথম শতক করেই আজ প্রথম ডাবল সেঞ্চুরি করেন। মাত্র দশ দিনের মধ্যে দুই ভাই সরফরাজ এবং মুশির তাদের বাবা নওসাদ খানকে বছরের পর বছর কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত করেছে। Iyer-Kishan to Lose BCCI Contract: ঘরোয়া ক্রিকেট না খেলায় শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে পারে বিসিসিআই
দেখুন পোস্ট