Glenn Maxwell Century: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক, রোহিত শর্মার সঙ্গে সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় ম্যাক্সওয়েল

অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে নিজের পঞ্চম সেঞ্চুরি হাঁকান এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার

Glenn Maxwell (Photo Credit: Melbourne Stars/ X)

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরিখে রোহিত শর্মার (Rohit Sharma) সমান হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে নিজের পঞ্চম সেঞ্চুরি হাঁকান এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ম্যাক্সওয়েল ৫৫ বলে অপরাজিত ১২০ রানের (১২টি চার, ৮টি ছক্কা) অপরাজিত ইনিংস খেলেন। সেই পথে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে ৯ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান তিনি। ম্যাক্সওয়েল প্রথমে মার্কাস স্টয়নিসের (১৬) সঙ্গে ৮২ রানের জুটি গড়েন। এরপর ম্যাক্সওয়েল টিম ডেভিডের (৩১*) সঙ্গে জুটি বেঁধে ৯৫ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ২৪১/৪ রানে পৌঁছে দেন। আজ সব মিলিয়ে ১০২ টি-টোয়েন্টিতে ১৫৫.২৬ স্ট্রাইক রেটে ২,৪০৫ রান করে অজি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান করা অ্যারন ফিঞ্চ (৩,১২০) ও ডেভিড ওয়ার্নারের (২,৯৮৬) তালিকাতেও এসে গিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় খেলোয়াড় হিসেবে সব টি-টোয়েন্টিতে সাড়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। AUS vs WI 2nd T20I Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০, সরাসরি দেখবেন যেখানে

দেখুন ভিডিও