India vs Bangladesh 2nd Test, Day 3 Lunch: ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ভারত, বাংলাদেশ স্কোর ৭১/৪

অশ্বিন,সিরাজ, জয়দেব, অক্ষর প্রত্যকে একটি করে উইকেট নিয়েছে। এখন ব্যাটিং করছেন লিটন দাস (Liton Das) এবং জাকির হাসান (Zakir Hasan), ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ

Photo Credit: ICC/Twitter

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট নিয়েছে ভারত। অশ্বিন,সিরাজ, জয়দেব, অক্ষর প্রত্যকে একটি করে উইকেট নিয়েছে। এখন ব্যাটিং করছেন লিটন দাস (Liton Das) এবং জাকির হাসান (Zakir Hasan), ভারতের চেয়ে ১৬  রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংসের হার অসম্ভব মনে হলেও, প্রথম দুই সেশনের মধ্যে বাংলাদেশকে অলআউট করতে পারলে ভারতকে কম রানের টার্গেট পাবে। কিন্তু এই সিরিজ জুড়ে স্বাগতিকরা দেখিয়েছে যে তাদের ব্যাটিং লাইনআপে ভারতীয়দের পুরো দিন মাঠে রাখার মতো ক্ষমতা রয়েছে। দ্বিতীয় দিনে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের 159 রানের পার্টনারশিপের সুবাদে প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত 314 রানে অলআউট হয়ে 87 রানের লিড পায় ভারত। স্টাম্পের আগে কোনো উইকেট না হারিয়ে সাত রান করে বাংলাদেশ।