Ind vs Ban, Zakir Hasan Century on Debut: অভিষেকেই অবিশ্বাস্য শতরান বাংলাদেশী ওপেনার জাকির হাসানের, গড়লেন রেকর্ড
বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে শতরানের মাইলফলক স্পর্শ করলেন জাকির হাসান এছাড়া বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বাংলাদেশ-ভারত চলতি টেস্ট ম্যাচে অভিষেক ও উদ্বোধনী ব্যাটসম্যান জাকির হাসানের (Zakir Hasan) অবিশ্বাস্য শতরান। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে শতরানের মাইলফলক স্পর্শ করলেন জাকির হাসান এছাড়া বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আমিনুল ইসলাম (Aminul Islam), মোহাম্মদ আশরাফুল (Mohammad Ashraful) ও আবুল হাসান (Abul Hasan) টেস্ট ফরম্যাটে সেঞ্চুরি করা বাংলাদেশের অন্য তিন ব্যাটসম্যান। এই মুহূর্তে বাংলাদেশ ম্যাচে টিকে থাকার লড়াই করছে। অভিষেক সেঞ্চুরির পর আর অশ্বিনের বলে আউট হয়ে বিদায় নেন জাকির, সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ব্যাট করছেন। ২২৯ রান পেরিয়ে গেছে তারা, এই অবিশ্বাস্য টেস্ট ম্যাচ জিততে হলে আরও ২৮৮ রান দরকার তাঁদের যা ভারতকে ঘায়েল করতে পারে কারণ এর প্রভাব পড়বে ডব্লিউটিসি (WTC) ফাইনালের লড়াইয়ে।