Imam-Ul-Haq, CWC 2023: বাবর আজমকে টপকে পাকিস্তানের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩ হাজার রান ইমাম-উল-হকের

ওয়ানডে ক্রিকেটে ৩ হাজার রানে পৌঁছতে ইমাম ও ফখরের সময় লেগেছে ৬৭ ইনিংস যেখানে বাবর আজম নিয়েছেন আরও একটি ইনিংস

Imam-Ul-Haq (Photo Credit: @ShaheensBrigade/ X)

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম ৩০০০ রানের মাইলস্টোন ছুঁলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক (Imam-Ul-Haq)। যদিও পাকিস্তানের দেওয়া ৩৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২ রান করে আউট হয়ে যান ইমাম উল হক। তবে বাবর আজমকে (Babar Azam) টপকে ফখর জামানের (Fakhar Zaman) সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ড গড়েছেন ইমাম উল হক। ওয়ানডে ক্রিকেটে ৩ হাজার রানে পৌঁছতে ইমাম ও ফখরের সময় লেগেছে ৬৭ ইনিংস যেখানে বাবর আজম নিয়েছেন আরও একটি ইনিংস। ইমাম-উল-হক, কিংবদন্তী ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের (Inzamam-ul-Haq) ভাইপো, দ্বিতীয় দ্রুততম ৩০০০ রান সংগ্রহকারী হিসেবে ফখর জামান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের (Shai Hope) সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা (Hashim Amla) মাত্র ৫৭ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন। Highest Successful Run Chase: বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া পাকিস্তানের; এই তালিকায় রয়েছে আর কোন দল?

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)