ICC Test Rankings: কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে বাবর, কুলদীপ-অক্ষর এগিয়ে এলেন বিশাল ব্যবধানে

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)ও অক্ষর প্যাটেল (Axar Patel) বোলারদের র‍্যাঙ্কিংয়ে লাফিয়ে উঠে এসেছেন।

Babar Azam (Photo Credit: Cricket Pakistan/Twitter)

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)ও অক্ষর প্যাটেল (Axar Patel) বোলারদের র‍্যাঙ্কিংয়ে লাফিয়ে উঠে এসেছেন। করাচিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) সিরিজের শেষ টেস্টে দুই অর্ধশতরান (৭৮ ও ৫৪) করেন বাবর। যদিও ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল চট্টগ্রাম টেস্টে জয়ের পর দ্রুত উন্নতি করেছেন। ১১৩ রানে আট উইকেট নিয়ে যাদবের 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' ১৯ ধাপ এগিয়ে ৪৯-এ পৌঁছেছেন।

অন্যদিকে এই ম্যাচে প্যাটেলের পাঁচ উইকেটের সাহায্যে ১০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি।