CSK Fans Sleeping at Railway Station: ফাইনালের প্রতীক্ষা, স্টেশনেই রাত কাটালেন CSK অনুরাগীরা

বৃষ্টির কারণে বাতিল হল ফাইনাল। রিজার্ভ ডে হিসাবে সোমবার ২৯ মে ফাইনাল ম্যাচের দিন নির্ধারণ করা হয়েছে।

CSK Fans Sleeping at Railway Station: (Photo Credits: Twitter)

আহমেদাবাদ, ২৯ মেঃ আচমকা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে রবিবারের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩ ফাইনাল ম্যাচ। সিএসকে (Chennai Super King) বনাম গুজরাট টাইটান্সের (Gujarat Titans) এই টানটান ফাইনালের প্রতীক্ষায় ছিলেন সকল অনুরাগীরা। কিন্তু বৃষ্টির কারণে বাতিল হল ফাইনাল। রিজার্ভ ডে হিসাবে সোমবার ২৯ মে ফাইনাল ম্যাচের দিন নির্ধারণ করা হয়েছে। তবে রবিবার ম্যাচ ভেস্তে যাওয়ায় সিএসকে অনুরাগীরা আহমেদাবাদের স্টেশনেই রাত কাটালেন। ফাইনালের প্রতীক্ষায় CSK অনুরাগীরা।

দেখুন সেই চিত্র...