AUS W vs IND W, Harmanpreet Kaur: সেমিফাইনালে হারের পর চোখের জল লুকোতে চশমা হরমনপ্রীতের, ভেঙ্গে পড়লেন প্রাক্তন অধিনায়কের সামনে
ম্যাচ শেষে হরমনপ্রীত আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল আড়াল করতে চশমা পরে বলেন, তিনি চান না তাঁর দেশ তাঁকে কাঁদতে দেখে। ডানহাতি এই ব্যাটসম্যান নিজের সেরাটা দেন, অঞ্জুম ভারত অধিনায়ককে জড়িয়ে ধ্রতেই হরমনপ্রীতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে।
মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে ভারতের অভিযানের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের আশাও শেষ হয়ে গেল। অধিনায়ক হরমনপ্রীত কউরের ব্যাটে ভর করেও নিউল্যান্ডসে ভারত যথেষ্ট রান তুলতে পারেনি। ম্যাচ শেষে হরমনপ্রীত আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল আড়াল করতে চশমা পরে বলেন, তিনি চান না তাঁর দেশ তাঁকে কাঁদতে দেখে। ভারত অধিনায়ক আরও বলেন, দলের উন্নতি হবে এবং ভবিষ্যতে দেশকে আর হতাশ করতে দেব না।
আবেগের যাবতীয় বহিঃপ্রবাহে হরমনপ্রীত যে একটা জিনিসের প্রতিরোধ করেছিলেন, তা হল কান্না। ডানহাতি এই ব্যাটসম্যান নিজের সেরাটা দেন, কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক অঞ্জুম চোপড়া তাঁর দিকে এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। অঞ্জুম ভারত অধিনায়ককে জড়িয়ে ধরতেই হরমনপ্রীতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। দলের সতীর্থ হারলিন দেওল অধিনায়কের অশ্রু মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করেন।