Aus vs SA 3rd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন অ্যাশটন আগার ও ম্যাথু রেনশ

ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার্কের বাঁ হাতের মধ্যমা আঙুলে সামান্য ফ্র্যাকচার হয়েছে এবং গ্রিনের ডান হাতের তর্জনীতে ফ্র্যাকচার হয়েছে।

Ashton Agar and Matthew Renshaw (Photo Credit: Twitter)

মিচেল স্টার্ক (Mitchell Starc) ও ক্যামেরন গ্রিন (Cameron Green) চোটের সঙ্গে লড়াই করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে স্পিনার অ্যাশটন অ্যাগার (Ashton Agar) ও ব্যাটসম্যান ম্যাথু রেনশকে (Matthew Renshaw) দলে নিলেন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮২ রানের জয়ে চোটের মুখে পড়েন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। মেলবোর্নে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি রান করে ডেভিড ওয়ার্নারও চোটের কারণে অবসর নেন। ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার্কের বাঁ হাতের মধ্যমা আঙুলে সামান্য ফ্র্যাকচার হয়েছে এবং গ্রিনের ডান হাতের তর্জনীতে ফ্র্যাকচার হয়েছে। এই চোটের জন্য মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া হয়নি।