Ashes 2023: অ্যাসেজের দ্বিতীয় টেস্টে জস ইঙ্গলিসের পরিবর্তে অজি দলে উইকেটকিপার-ব্যাটসম্যান জিমি পিয়ারসন
উইকেটকিপিং, ব্যাটিংয়ে ঘরোয়া ও অস্ট্রেলিয়া 'এ' লেভেলে মুগ্ধ করেছেন তিনি
আগামী মাসে লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের আগে উইকেটরক্ষক-ব্যাটার জিমি পিয়ারসনকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম কিপার হিসেবে অ্যালেক্স ক্যারির ব্যাকআপ হিসেবে রয়েছেন জশ ইংলিস। অজি দলের ইংল্যান্ড সফর শুরু করার আগে পার্থে তার সঙ্গী মেগানের সাথে তার প্রথম সন্তানের জন্মের জন্য দেশে ফিরে আসবেন। তাঁর পরিবর্তে দলে যোগ দেবেন পিয়ারসন। যদিও অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট বলছে, ইঙ্গলিস সিরিজের পরে আবার দলে যোগ দেবেন, তবে এই পদক্ষেপটি নিয়মিত কিপারের চোটের ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে রয়েছে। গত সপ্তাহে ব্রিসবেনে টেস্ট দলের সঙ্গে অনুশীলন করেছেন পিয়ারসন। উইকেটকিপিং, ব্যাটিংয়ে ঘরোয়া ও অস্ট্রেলিয়া 'এ' লেভেলে মুগ্ধ করেছেন তিনি। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে দেশের অন্যতম সেরা বিশুদ্ধ কিপার হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার নাটকীয় উন্নতি হয়েছে।