Afghanistan Cricket: শ্রীলঙ্কাকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন আফগানিস্তান

গত কয়েক বছর ধরেই এশিয়ান ক্রিকেটের বড় শক্তি হয়ে উঠেছে আফগানিস্তান। সাম্প্রতিককালে ভারতের পর আফগানিস্তানকেই ক্রিকেট দলকেই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী সফল বলা হচ্ছে।

Afghanistan A Beat Sri Lanka A To Clinch Maiden Title in Emerging Teams Asia Cup. (Photo Credits: X)

গত কয়েক বছর ধরেই এশিয়ান ক্রিকেটের বড় শক্তি হয়ে উঠেছে আফগানিস্তান (Afghanistan A)। সাম্প্রতিককালে ভারতের পর আফগানিস্তানকেই ক্রিকেট দলকেই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশী সফল বলা হচ্ছে। সেই আফগানরা এবার এশিয়া ক্রিকেটের মানচিত্রে বড় সাফল্য পেল। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার পর এমার্জিং এশিয়া কাপে (Emerging Teams Asia Cup 2024 ) চ্যাম্পিয়ন হল দারিশ রাসোলির নেতৃত্বে খেলা আফগান-রা। রবিবার ওমানের আল আমেরাতে ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে ৭ উইকেট হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল আফগানিস্তান। এই প্রথম Emerging Teams Asia Cup চ্যাম্পিয়ন হল আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা এ দল করে ৭ উইকেটে ১৩৩ রান। আফগান পেসার বিলাল সামি ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে জুবেদ আকবারির উইকেট হারিয়েও জিততে অসুবিধা হয়নি আফগান যুব দলের। ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ট্রফি এনে দেন সেদিকুল্লা অটল। রশিদ খানদের পরবর্তী প্রজন্ম যে বিশ্ব ক্রিকেটকে আরও বড় চমক দিতে তৈরি তা এদিন প্রমাণ করলেন দারিশ রাসুলি-রা।

এমার্জিং এশিয়া কাপে খেতাব জিতল আফগানিস্তান

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif