Assam Girl Allegedly Injects HIV-Positive Blood: নিখাদ ভালবাসার প্রমাণ দিতে HIV+ প্রেমিকের রক্ত নিজের শরীরে ইনজেক্ট করল কিশোরী!

বছর ১৫-র অহমিয়া কিশোরী যেমন ভালবেসে জীবনের ঝুঁকি নিয়ে ফেললেন। HIV+ প্রেমিক প্রবরের রক্ত নিজের শরীরে ইনজেক্ট করল সে। ভালবাসার প্রমাণ দিতেই এমন সিদ্ধান্ত।

কথায় আছে  'যার সাথে মে মন কিবা হাঁড়ি কিবা ডোম'। প্রেম এমনই এক বস্তু, যার মোহতে পড়লে মানুষ যে কতটা অদ্ভুত কাজ করতে পারে,  তা না দেখলে বিশ্বাস করাই মুশকিল হয়ে ওঠে। বছর ১৫-র অহমিয়া কিশোরী যেমন ভালবেসে জীবনের ঝুঁকি নিয়ে ফেললেন। HIV+ প্রেমিক প্রবরের রক্ত নিজের শরীরে ইনজেক্ট করল সে। ভালবাসার প্রমাণ দিতেই এমন সিদ্ধান্ত। এর আগে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।  এবার তাই রক্তের মধ্যেই প্রেমিককে মিশিয়ে নিল। এমন খবরে নেট পাড়ায় হইচই পড়ে গেছে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন, কোনও রকম চরম সিদ্ধান্তই পাগলামি, তা প্রেমের ক্ষেত্রে হোক না কেন।

পড়ুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)