Horrific Accident in Karnataka: দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় মৃত বাইকের চালক, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

দ্রুতগতিতে আসা লরি সজোরে ধাক্কা মারল একটি মোটর বাইকে। এর জেরে মৃত্যু হল ওই বাইক চালকের। মৃতের নাম মহম্মদ নওয়াজ (২৯) বলে জানা গেছে।

ধারওয়াদ: দ্রুতগতিতে (Speeding) আসা লরি (Truck) সজোরে ধাক্কা (hit) মারল একটি মোটর বাইকে (Motorcycle)। এর জেরে মৃত্যু হল ওই বাইক চালকের। মৃতের নাম মহম্মদ নওয়াজ (২৯) বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ধারওয়াদের (Dharwad) কুন্ডাগোলা (Kundagola) তালুকের বেলাগালি (Belagali) ক্রসিংয়ে।

দুর্ঘটনাস্থলের কাছে লাগানো থাকা একটি সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা যাচ্ছে, বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে লরির চালক। ওই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে লরির চালকেরও।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)