7 Sun in the Sky: চিনের আকাশে উঠল সাতটা সূর্য? আসলে কী ঘটল

এবার ড্রাগনের দেশে যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়।

7 ‘suns’ appear in the sky over China. (Photo Credits: X)

চিন হল অবাক করা দেশ। চিনে অনেক সময়ই কল্প বিজ্ঞান বা সায়েন্স ফিকশন সত্যি হয়ে ওঠে। চিনে আসল-নকলের ফারাকটা খুব সুক্ষ্ম। কিন্তু এবার ড্রাগনের দেশে যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। চিনের ছেংদুর এক হাসপাতালের কাঁচের জানলা থেকে ওয়াং নামের এক মহিলা আকাশের একটি ভিডিয়ো করেন। যাতে দেখা যায় আকাশে একসঙ্গে সাতটা সূর্য আলোকিত করছে। মিনিটখানেকের ভিডিয়োটা দেখলে মনে হবে, এটা যেন পৃথিবী নয়, অন্য কোনও গ্রহের ভিডিয়ো। যেখানে সাতটা সূর্যের আকাশ।

সোশ্যাল মিডিয়ায় এই সাত সূর্য-র ভিডিয়ো দাবানলের মত ভাইরাল হয়। পরে এক ইউজার বুঝিয়ে ব্যাখা করেন, চিনা মহিলার তোলা সাতটা সূর্যর ভিডিয়োটি আসলে কাঁচের প্রতিফলনের খেলা। কাঁচের বাইরে ক্যামেরার ল্যান্স অপটিক্যাল ইলিউয়সন তৈরি করেছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি

দেখুন সাত সূর্যের সত্যি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now