Pizza: খাবারের বদলে বিষ! থানের শপিং মলে বিক্রি হত মেয়াদ উর্ত্তীণ পিজা, দেখুন ভিডিয়ো

খাবারে ভেজাল মেশানোর প্রবণতা আজকের নয়। প্রাচীনকাল থেকে বেশি মুনাফার আশায় খাবারে ভেজাল মিশিয়ে আসছে বহুলোক। তবে বর্তমানে খাদ্যের গুণমান পরীক্ষা করার কিছু সংস্থার কারণে ভেজালের কারবারীদের কুকর্ম ধরা পড়ছে নানা জায়গায়।

থানে: খাবারে ভেজাল মেশানোর প্রবণতা আজকের নয়। প্রাচীনকাল থেকে বেশি মুনাফার আশায় খাবারে ভেজাল মিশিয়ে আসছে বহুলোক। তবে বর্তমানে খাদ্যের গুণমান পরীক্ষা করার কিছু সংস্থার কারণে ভেজালের কারবারীদের কুকর্ম ধরা পড়ছে নানা জায়গায়। বৃহস্পতিবার যেমন মহারাষ্ট্রের (Maharastra) ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভ( Food and Drugs Administration) আধিকারিকরা থানের (Thane) উপভানের একটি গোডাউনে (Godown) হানা (Raids) দিয়ে বাজেয়াপ্ত (Seizes) করল প্রচুর পরিমাণ মেয়াদউর্ত্তীণ পিজা (Pizza)। যেগুলি ব্যবহার করা হত থানের কোরাম মলের (Korum Mall) শিকাগো পিজা (Chicago Pizza) নামক একটি দোকানে।  বৃহস্পতিবার বিশেষ সূত্রে খবর পেয়ে উপবন এলাকার গোডাউনে হানা দেন মহারাষ্ট্র এফডিএ-এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা। পরে তাঁদের তল্লাশির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now