Fake Domino's on Swiggy: নকল হইতে সাবধান! সুইগিতে ছেয়ে গিয়েছে জাল ডমিনোজ
জানেন কী জনপ্রিয় ফুড ডেলিভরি অ্যাপ 'সুইগি'তে ক্রেতাদের একাধিক জাল ডমিনোজের আউটলেট প্রদর্শন করা হচ্ছে। যেগুলোর সঙ্গে আদেও আসল ডমিনোজর কোন সম্পর্ক নেই। ক্রেতারা আসল নকল বুঝতে না পেরেই নকল ডমিনোজ থেকে পিজ্জা অর্ডার করে বসে।
পিজ্জা (Pizza) প্রেমীদের কাছে ডমিনোজ পিজ্জার (Domino's Pizza) এক আলাদা চাহিদা রয়েছে। আর অনলাইন ফুড ডেলিভরি সংস্থা বাজারে আসার পর সেই চাহিদা আরও তুঙ্গে পৌঁছে গিয়েছে। খেতে ইচ্ছা করলেই অ্যাপ খুলে অর্ডার। ৩০ মিনিটের মধ্যে পিজ্জা আপনার দোরগোড়ায়। আর রেস্তোরাঁয় যাওয়ার ঝক্কি রইল না। কিন্তু জানেন কী জনপ্রিয় ফুড ডেলিভরি অ্যাপ 'সুইগি'তে (Swiggy) ক্রেতাদের একাধিক জাল ডমিনোজের (Domino's) আউটলেট প্রদর্শন করা হচ্ছে। যেগুলোর সঙ্গে আদেও আসল ডমিনোজর কোন সম্পর্ক নেই। ক্রেতারা আসল নকল বুঝতে না পেরেই নকল ডমিনোজ থেকে পিজ্জা অর্ডার করে বসে। সদ্য ক্রেতাদের সাবধান করার জন্যে এক নেটিজেন এই বিষয়টি তুলে ধরেছেন নেটপাড়ায়।
সাবধান...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)