Baltasar Engonga: ৪০০ বিবাহিত মহিলার সঙ্গে যৌনতার ভিডিয়ো ফাঁস, সরকারী পদ খোয়ালেন বালতাসার ইনয়াঙ্গা

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারি হিসেবে বলা ইকুয়েটোরিয়াল গিনি দেশের এক উচ্চপদস্থ সরকারী আমলা। বালতাসার ইনয়াঙ্গা নামের ইকুয়েটোরিয়াল গিনির অর্থমন্ত্রকের তদন্তকারী সংস্থার ডিরেক্টর জেনারেলের সম্প্রতি ৩০০টিরও সেক্স ভিডিয়োও ফাঁস হয়েছে।

Baltasar Engonga. (Photo Credits: X)

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারি হিসেবে বলা ইকুয়েটোরিয়াল গিনি (Equatorial Guinea) দেশের এক উচ্চপদস্থ সরকারী আমলা। বালতাসার ইনয়াঙ্গা নামের ইকুয়েটোরিয়াল গিনির অর্থমন্ত্রকের তদন্তকারী সংস্থার ডিরেক্টর জেনারেলের সম্প্রতি ৩০০টিরও সেক্স ভিডিয়োও ফাঁস হয়েছে। অন্তত ৩০০জন বিবাহিত মহিলার সঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় যৌনতায় লিপ্ত হচ্ছে সেই সরকারী কর্তা, তেমন 'সেক্স টেপ' ফাঁস হওয়ার পর তোলপাড় পড়ে গিয়েছে। সেক্স টেপগুলিতে দেখা গিয়েছে বালতাসার নামের দেশের প্রভাবশালী সরকারী কর্তা কখনও তার কোনও সহকর্মী, তো কখনও কোনও মন্ত্রী, বিধায়ক, রাজনীতিবিদ, অভিনেত্রীদের সঙ্গে যৌনতায় মেতে আছেন।

এমন সেক্স টেপ ফাঁস হওয়ার পর বালতাসার ইনয়াঙ্গা-কে দেশের অর্থ মন্ত্রকের সব দায়িত্ব থেকে সরানো হল। বালতাসার-কে সরিয়ে দেশের অর্থমন্ত্রকের তদন্ত বিভাগের প্রধান হিসেবে আনা হল জেনন ওবিয়াং-কে (Zenón Obiang) যৌন কেলেঙ্কারি কাণ্ড বালতাসারের বিরুদ্ধে মামলাও করেছেন সেক্স টেপে দেখা যাওয়া বেশ কয়েকজন স্বামী, বাড়ির পরিবার।

পদ খোয়ালেন বালতাসার ইনয়াঙ্গা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now