2022's Last Sunset From Marina beach: ২০২২-এর শেষদিনের সূর্যাস্তের ছবি, ভালো লাগবে আপনারও
সংবাদসংস্থা এএনআইয়ের টুইটার পেজে থেকে পোস্ট হওয়া ছবিটি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরালও হয়েছে। যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন অনেক নেটিজেনই। ফটোগ্রাফারের প্রশংসাও করেছেন।
চেন্নাই: শেষ হচ্ছে ২০২২। ইংরেজি নববর্ষের (English New Year 2023) সূচনা হবে আগামীকাল থেকে। ২০২২ থেকে ২০২৩-এ পা রাখার মুহূর্তটাকে স্মরণীয় করে চেষ্টায় সবাই মাতোয়ারা। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা (Happy New Year Wishes) জানাতে ব্যস্ত রয়েছেন। তার মাঝেই তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাইয়ের (Chennai) মারিনা সী বিচের (Marina beach) ধার থেকে ২০২২ সালের শেষ সূর্যাস্তের (2022's Last Sunset) ছবি (Photo) ক্যামেরাবন্দি করেছেন এক ফটোগ্রাফার (Photographer)।
সংবাদসংস্থা এএনআইয়ের (ANI) টুইটার পেজে থেকে পোস্ট হওয়া ছবিটি (2022's Last Sunset From Marina beach) বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরালও (viral) হয়েছে। যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন অনেক নেটিজেনই। ফটোগ্রাফারের প্রশংসাও করেছেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)