Weight loss: বয়স্কদের ওজন কমা মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে তোলে, বলছে সমীক্ষা
বয়স্ক মানুষদের মধ্যে ওজন কমে যাওয়া মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয় বলে জানাল এক সমীক্ষা
বয়স্ক মানুষদের মধ্যে ওজন কমে যাওয়া মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয় বলে জানাল এক সমীক্ষা। বয়স্ক মানুষ বিশেষত পুরুষদের মধ্যে ওজন কমার সঙ্গে মৃত্যুহার বৃদ্ধির পরিষ্কার পরিসংখ্য়ান মিলেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত মোনাশা ইউনিভার্সিটি এই সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় বলা হয়েছে, বয়স্ক বা ৬৫ বছরের ঊর্ধ্ব মানুষদের ওজন নিয়মিত পরীক্ষা করা উচিত।
দেহের ওজন দ্রুত কমতে থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। অস্ট্রেলিয়ায় ৭০ বছরের উর্ধ্বে ১৬ হাজার ৫২৩ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের ২০০০ জন ৬৫ বছরের স্বাস্থ্যপরীক্ষা সহ নানা বিষয়ের ওপর তথ্য নিয়ে এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়।
দেখুন টুইট