Mud Utensils Best for Cooking: নন স্টিকের নয়, মাটির বাসনই রান্নার জন্য সবচেয়ে উপযোগী, জানাল পুষ্টি সংস্থা
আবার ফিরুন পুরনো দিনেই। নন স্টিকের দামি চকচকে বাসন দিয়ে নয়, রান্না করুন মাটির বাসনেই। গবেষণার পর ভারতীয়দের কাছে এমন আবেদনই করল পুষ্টির জাতীয় সংস্থা (National Institute of Nutrition)।
আবার ফিরুন পুরনো দিনেই। নন স্টিকের দামি চকচকে বাসন দিয়ে নয়, রান্না করুন মাটির বাসনেই। গবেষণার পর ভারতীয়দের কাছে (Dietary Guidelines for Indians)এমন আবেদনই করল পুষ্টির জাতীয় সংস্থা (National Institute of Nutrition)। পুষ্টি সহায়ক খাদ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সেটা কিসে রান্না করা হচ্ছে। আর গবেষণায় দেখা গিয়েছে মাটির তৈরি বাসনপত্রে রান্না করলে তাতে সঠিক তাপমাত্রায় পৌঁছে খাবারকে সঠিকভাবে সংরক্ষণ করে এবং পুষ্টিগত দিক থেকে খাবারের সেরা জায়গায় থাকে।
সেখানে ধাতু, স্টিল, নন-স্টিক প্যান এবং গ্রানাইটের বাসনে রান্না করলে বিপদের ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গিয়েছে নন-স্টিক প্যান, স্টিলের বাসনে রান্না করলে পিএফওএ নামের এক ধরনের অ্যাসিড বের হওয়ার আশঙ্কা থাকে। তাতে ক্যান্সার, থাইরয়েডের সমস্যার মত মারাত্মক অসুখের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এমন কথাই জানান বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমই হাসপাতালের কর্তা ইডওয়ানি রাজ।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)