Pani Puri Google Doodle: আজ গুগল ডুডলে উদযাপন পানিপুরির, সকলে মিলে খেয়ে ও খেলে মেতে উঠুন আনন্দে
আজ ১২ জুলাই গুগল তাঁর হোম পেজে ডুডলের মাধ্যমে উদযাপন করছে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ এই স্ট্রীট ফুড পানি পুরি বা ফুচকাকে নিয়ে। কিন্তু হঠাৎ আজই বা কেন পানিপুরি নিয়ে এত মাতামাতি হচ্ছে?
ফুচকার মতো জিভে জল আনা লোভনীয় খাবার বোধহয় পৃথিবীতে খুব কম আছে। এই একটি খাবার যা মনে করলেও জিভে চলে আসে। আর তার সঙ্গে আলুর পুর আর তেঁতুল জলে ডুবিয়ে ফটাফট মুখ চালান করে দেন আপামর ফুচকা প্রেমীরা। যা একেবারে অমৃতের স্বাদ দেয়!
আজ ১২ জুলাই গুগল তাঁর হোম পেজে ডুডলের মাধ্যমে উদযাপন করছে দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ এই স্ট্রীট ফুড পানি পুরি বা ফুচকাকে নিয়ে। কিন্তু হঠাৎ আজই বা কেন পানিপুরি নিয়ে এত মাতামাতি হচ্ছে? সূত্র বলছে ২০১৫ সালের আজকের দিনে, মধ্যপ্রদেশের ইন্দোরের একটি রেস্তোরাঁ ৫১ ধরনের নানা স্বাদের পানিপুরি পরিবেশনের জন্য বিশ্ব রেকর্ড অর্জন করেছিল। গোলগাপ্পা, ফুলকি, টিক্কি, পানি কে বাতাসে, ফুচকা বিভিন্ন নামে পানি পুরিকে ডাকা হয়।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)