Akshaya Tritiya 2022 Dos and Don’ts: অক্ষয় তৃতীয়ার শুভদিনে শুরু করুন ব্যবসা, ভুলেও এই কাজ করবেন না

অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2022) দুটি সংস্কৃত শব্দের সমষ্টি। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই, সমৃদ্ধি, ভাগ্য, আনন্দ, সাফল্য এই শব্দবন্ধের খাতিরে অক্ষয় ব্যবহৃত হয়। অন্যদিকে তৃতীয়া শব্দের অর্থ চাঁদের তৃতীয় পর্যায়।

Akshaya Tritiya 2022 Dos and Don'ts (Photo Credits: File Image)

অক্ষয় তৃতীয়া  (Akshaya Tritiya 2022) দুটি সংস্কৃত শব্দের সমষ্টি। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই, সমৃদ্ধি,  ভাগ্য, আনন্দ, সাফল্য এই শব্দবন্ধের খাতিরে অক্ষয় ব্যবহৃত হয়। অন্যদিকে তৃতীয়া শব্দের অর্থ চাঁদের তৃতীয় পর্যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে হিন্দু ও জৈন ধর্মাবলম্বীরা এই অক্ষয় তৃতীয় উৎসব পালন করে থাকে। ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আগামী মঙ্গলবার ২ মে ২০২২ সালের অক্ষয় তৃতীয়া।  অক্ষয় তৃতীয়াকে পবিত্র  এবং শুভদিন হিসেবে গণ্য করা হয়। এই দিনটিতে অনেকেই ব্যবসা শুরু করেন। সোনা কেনেন। এই বিশেষ দিনে বেশকিছু কাজ করা উচিত নয়।

অক্ষয় তৃতীয়ায় কী কী করবেন আর কী কী করবেন না

অক্ষয় তৃতীয়া হল আশীর্বাদ পাওয়ার দিন। এই দিন ভাল ভাল কাজ করুন যাতে আশীর্বাদ ধন্য হয়ে সারাচ্ছ জীবন ভাল থাকতে পারেন। কোনওরকম দুঃসময় এড়াতে বিধিনিষেধ গুলি কঠোরভাবে মেনে চলুন।