Swami Vivekananda's 129th Calcutta Return Day: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতায় পালিত স্বামী বিবেকানন্দের ১২৯তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের ১২৯তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে গোটা বাংলা জুড়ে। রামকৃষ্ণ মঠ আলমবাজার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের যৌথ উদ্যোগে ও পূর্ব রেলের শিয়ালদা শাখার সহযোগিতায় দিনটির স্মরণে বজবজ থেকে একটি সুসজ্জিত স্পেশাল ট্রেন পুণ্যদিনে বেলা বারোটার কিছু পরে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছয়।
ষ্টেশন সংলগ্ন স্থানে স্বামীজীর কলকাতা প্রত্যাবর্তন দিবসের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অগণিত ভক্ত, সাধু সন্ন্যাসীরা বিপুল উৎসাহে স্বামীজীর পূর্নাবয়ব প্রতিকৃতি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। স্বামী বলভদ্রানন্দ জি মহারাজ সহ সাধু সন্ন্যাসীরা, কলকাতার নগরপাল, রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ওই অনুষ্ঠানে অংশ নেন। পরে শিয়ালদা স্টেশন থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আলমবাজার রামকৃষ্ণ মঠে পৌঁছায়। অগণিত ভক্ত সাধু সন্ন্যাসী ছাত্র-ছাত্রীরা ঐ শোভাযাত্রায় অংশ নেন। স্বামীজীর কলকাতা প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমবাজার রামকৃষ্ণ মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)