Hajj 2022 Update: ১০ মাস ২৫ দিনে ৬,৫০০ কিমি পথ হেঁটে ইংল্যান্ড থেকে মক্কায় হজ করতে এলেন অ্যাডাম মহম্মদ, দেখুন ভিডিও

হজ পালন করতে ইংল্যান্ড থেকে হেঁটে মক্কায় এলেন ইরাকি-ব্রিটিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র অ্যাডাম মহম্মদ (Adam Mohammed )।

Adam Mohammed

হজ পালন করতে ইংল্যান্ড থেকে হেঁটে মক্কায় এলেন ইরাকি-ব্রিটিশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র অ্যাডাম মহম্মদ (Adam Mohammed )। বছর ৫৩-র অ্যাডাম জানিেছেন গত বছর ১ আগস্ট ব্রিটেন থেকে মক্কার উদ্দেশে শান্তি যাত্রা শুরু করেছিলেন। ১১ মাসে ১১টি দেশ পেরিয়ে, ৬ হাজার ৫০০ কিলোমিটার পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছেছেন তিনি। 

তবে কাবা শরীফ দর্শন করে  অ্যাডাম মহম্মদের দু'চোখ বেয়ে আনন্দাশ্রু বইতে থাকে। তিনি বলেন, "এখানে প্রথমে পৌঁছে আমি কেঁদে ফেলি। এ এক অভাবনীয় অনুভূতি। যা আমাকে নির্বাক করে দিয়েছিল। দারুণ প্রশান্তি অনুভব করছি লাম। মনে হচ্ছিল একেবারে ঘোরের মধ্যে প্রিয় মাবুধের কাছাকাছি পৌঁছে গেছি।"

 

দেখুন ভিডিও

 

১১ মাস আগে নিজের হাতে তৈরি করা ঝোলা কাঁধেই মক্কার উদ্দেশে হাঁটতে শুরু করেন অ্যাডাম মহম্মদ। এই ১১ মাসে সেই ঝোলার খানিকটা অংশ নষ্ট হয়েছে। তিনি বলেন, "প্রতিদিন গড়ে ১৭.৮ কিলোমিটার পথ হাঁটতাম। ইংল্যান্ড থেকে অস্ট্রিয়া আসার পথে বহু মানুষ তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ যাত্রায় কখনও ধু ধু বালিয়াড়ির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। খাদ্য পানীয় কিছুই গলা দিয়ে নামেনি। তখন আমার ভিতর থেকেই আওয়াজ এসেছে,  তোমার কিসের ভয়? আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি নিশ্চয় লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি ৫৩ বছর বেঁচে নিয়েছে। সেখানে কেন ১০-১১ মাস আল্লাহর জন্য উৎসর্গ করব না? "

এদিকে অ্যাডামের সঙ্গে দেখা করতে আগেভাগে ফ্লাইটে মদিনায় পৌঁছেছে তাঁর গোটা পরিবার।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)