Wheat: গমের মজুদ কমছে দেশে

গত বেশ কয়েক বছরের তুলনায় চলতি বছর দেশে গমের মজুদ (Buffer Stock) এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে।

wheat (Photo: IANS)

গত বেশ কয়েক বছরের তুলনায় চলতি বছর দেশে গমের মজুদ (Buffer Stock) এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। যেখানে গত দু বছর দেশে গম মজুত ছিল যথাক্রমে ৪৩ ও ৩৯ মেগাটন। সেখানে গত অথবর্ষে সেটা নেমে এসে হয়েছে মাত্র ১৮.৯ মেগাটন। প্রসঙ্গত, এক মেগাটন সমান ১০০ কোটি কিলোগ্রাম বা ১০ লক্ষ টন।

এল নিনো সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেশে গমের মজুত কমেছে। পাশাপাশি দেশজুড়ে গরীব মানুষদের জন্য বিনামূল্যে দেওয়া হয় গম। তার জন্য সরকারকে বছরে দিতে হয় ৫২ মেগাটন গম।

দেখুন টুইট