Yamuna Pollution:যমুনায় মাত্রাতিরিক্ত দূষণ, ভাসছে শুধু কালো ফেনা, দেখুন ভিডিয়ো

বিগত কিছু বছর ধরেই বারেবারে আলোচনায় উঠে এসেছে যমুনা দূষণ। বর্তমানে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে ক্রমাগত ভেসে আসছে ফেনা।

যমুনা নদীতে দূষণ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বাতাসের পর(Air) এবার জল(Water)। দিল্লির যমুনায়(Yamuna River) জলদূষণ(Pollution)। জলে ভেসে আসছে ফেনা। বিগত কিছু বছর ধরেই বারেবারে আলোচনায় উঠে এসেছে যমুনা দূষণ। বর্তমানে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে ক্রমাগত ভেসে আসছে ফেনা। যা স্বাভাবিকভাবেই আশঙ্কার। দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে ফেনায় ভরে গিয়েছে যমুনার জল। কীভাবে এই দূষণ থেকে রক্ষা করা যায় যমুনাকে তা নিয়ে চলছে জোড় চর্চা।

যমুনায় মাত্রাতিরিক্ত দূষণ, ভাসছে শুধু কালো ফেনা