GST: প্রি প্যাকেজড চাল, ডাল সহ বিভিন্ন শস্য জিএসটি-র বাইরে
চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি চাপিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র সরকার। বিরোধিতার মুখে পড়ে লুজে বিক্রি হওয়া চাল, গম, বেসন, ভুট্টা, দই/লস্যি -র মত জিনিসের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হল বলে কেন্দ্রীয় অর্থমন্ত্র নির্মলা সীতারমণ জানালেন
চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি/শস্যের ওপর জিএসটি চাপানো হয়েছে। প্যাকেটজাত করার আগে বা প্রি প্যাকেজড এবং লেবেলহীন চাল, আটা, গম, সুজি, মুড়ি, বেসন, ভুট্টা, দই/লস্যি -র মত জিনিসের ওপর থেকে জিএসটি-র আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন। প্যাকেটজাত এবং লেবেল সাঁটা খাদ্যের ক্ষেত্রে জিএসটি ধার্য করা হল। প্যাকেটে বিক্রি হয় না এমন ডাল, গম, ওটস, ভুট্টা, চাল, আটা/ময়দা, সুজি, মুড়ি, বেসন, দই/লস্যি GST-র আওতার বাইরে রাখা হল।
মানে চাল, গম সহ এইসব জিনিস প্যাকেটজাত করা বা লেবেল করার আগে বিক্রি হলে কোনও রকম জিএসটি দিতে হবে না। তবে সেগুলি প্যাক করা হয়ে গেলে, বিক্রিতে পূর্ব ঘোষণা অনুযায়ী জিএসটি দিতে হবে। আরও পড়ুন-ফের জিএসটি-র কোপ,কোন কোন জিনিসে দাম বাড়ছে দেখুন
দেখুন টুইট