GST: প্রি প্যাকেজড চাল, ডাল সহ বিভিন্ন শস্য জিএসটি-র বাইরে

চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি চাপিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র সরকার। বিরোধিতার মুখে পড়ে লুজে বিক্রি হওয়া চাল, গম, বেসন, ভুট্টা, দই/লস্যি -র মত জিনিসের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হল বলে কেন্দ্রীয় অর্থমন্ত্র নির্মলা সীতারমণ জানালেন

GST: প্রি প্যাকেজড চাল, ডাল সহ বিভিন্ন শস্য জিএসটি-র বাইরে
Finance Minister Nirmala Sitharaman (Photo Credits: ANI)

চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি/শস্যের ওপর জিএসটি চাপানো হয়েছে। প্যাকেটজাত করার আগে বা প্রি প্যাকেজড এবং লেবেলহীন চাল, আটা, গম, সুজি, মুড়ি, বেসন, ভুট্টা, দই/লস্যি -র মত জিনিসের ওপর থেকে জিএসটি-র আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন। প্যাকেটজাত এবং লেবেল সাঁটা খাদ্যের ক্ষেত্রে জিএসটি ধার্য করা হল। প্যাকেটে বিক্রি হয় না এমন ডাল, গম, ওটস, ভুট্টা, চাল, আটা/ময়দা, সুজি, মুড়ি, বেসন, দই/লস্যি GST-র আওতার বাইরে রাখা হল।

মানে চাল, গম সহ এইসব জিনিস প্যাকেটজাত করা বা লেবেল করার আগে বিক্রি হলে কোনও রকম জিএসটি দিতে হবে না। তবে সেগুলি প্যাক করা হয়ে গেলে, বিক্রিতে পূর্ব ঘোষণা অনুযায়ী জিএসটি দিতে হবে।  আরও পড়ুন-ফের জিএসটি-র কোপ,কোন কোন জিনিসে দাম বাড়ছে দেখুন

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement