Kargil Snowfall: রেকর্ড তুষারপাতে বিচ্ছিন্ন কার্গিল, বরফের চাঁই পড়ে বন্ধ দুই জাতীয় সড়ক

গতকাল, শুক্রবার শ্রীনগরে মরসুমে প্রথম তুষারপাত হয়। এদিনও জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ব্যাপক তুষারপাত হয়। তবে গতকাল, শুক্রব রাতে হিমাঙ্কের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে যাওয়া কার্গিলের তুষারপাত একেবারে তুঙ্গে উঠেছে।

Snowfall In J&K (Photo Credit: ANI/X)

Kargil Snowfall:  গতকাল, শুক্রবার শ্রীনগরে মরসুমে প্রথম তুষারপাত হয়। এদিনও জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ব্যাপক তুষারপাত হয়। তবে গতকাল, শুক্রব রাতে হিমাঙ্কের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে যাওয়া কার্গিলের তুষারপাত একেবারে তুঙ্গে উঠেছে। রেকর্ড তুষারপাতের ফলে বাকি অংশের সঙ্গে কার্গিল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরফ জমে থাকায় এনএইচ-১ এবং এনএইচ-৩০১ জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। এই দুটি জাতীয় সড়ক কার্গিলের সঙ্গে জানসকারের যোগাযোগ স্থাপন করে।

বড়দিন ও বর্ষবরণের ছুটিতে কার্গিলে এখন পর্যটকদের ঢল রয়েছে। সেখানের ডেপুটি কমিশনার শ্রীকান্ত সুসে জানান, বন্ধ থাকা দুই জাতীয় সড়ক বেশ কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ততপরতায় কাজ চলছে।

কার্গিলে রেকর্ড তুষারপাত

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement