IPL Auction 2025 Live

Share Market Index: টানা তিন দিনের ক্ষতির পর ভারতীয় স্টক মার্কেটে বৃদ্ধি পেল সূচক, বাড়ল নিফটি

আজ সকাল ৯.১৯ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বাড়ল ০.১৬ শতাংশ অথবা১০৫.৭৮ পয়েন্ট। ওই সময় আজ বম্বে স্টক এক্সচেঞ্জ দাঁড়িয়ে ছিল ৬৬৩৩৬.০২পয়েন্টে।

Share Market Index

সিদ্ধিদাতা গণেশ, আর তাঁর উৎসবের সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছিল স্টক মার্কেট। তিন ধরে সূচকের গতি ছিল নীচের দিকে। লক্ষ্মীবারেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) প্রায় সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। তবে তিনদিনের ধাক্কা সামলে কিছুটা উঠেছে আজ সূচক।

আজ সকাল ৯.১৯ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বাড়ল ০.১৬ শতাংশ অথবা১০৫.৭৮ পয়েন্ট। ওই সময় আজ বম্বে স্টক এক্সচেঞ্জ ( BSE Sensex) দাঁড়িয়ে ছিল ৬৬৩৩৬.০২পয়েন্টে। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ওই সময় প্রায় ০.১৪ শতাংশ অথবা ২৮.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছয় ১৯৭৭০.৭৫-এ।

এ বিষয়ে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস (Geojit Financial Services) -এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "মার্কিন ফেডারেল রিজার্ভের অবস্থান বিশ্বজুড়ে ইকুইটি মার্কেটে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। এদিন ডলারের সূচক ১০৫.৫২-তে পৌঁছেছে। মার্কিন দশ বছরের বন্ডের বৃদ্ধির হার ৪.৫ শতাংশ। এদিকে দেশের ইকুইটি মার্কেটে বিক্রির প্রবণতা বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ১৬৯৩৪কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।"

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)