Pre Wedding Shoot: ঋষিকেশে প্রি-ওয়েডিং ফটোশুটে বড় বিপদ দিল্লির যুগল
প্রি ওয়েডিং শুটে বড় বিপত্তি।
বিয়ের আগে জমকালো ছবি,ভিডিও তুলতে উত্তরাখণ্ডের ঋষিকেশে গিয়েছিল দিল্লির নিবাসী দুই যুগল। প্রি-ওয়েডিং স্যুট এখন ভারতীয় বিয়েতে লেটেস্ট ট্রেন্ড।
২৭ বছরের মানস খেরা ও 25 বছরের অঞ্জলি আনেজার বিয়ে সামনেই। দিল্লির যুগল প্রি ওয়েডিং শূট লোকেশন হিসেবে বেছে নিয়েছিল ঋষিকেশের গঙ্গা। ফটোগ্রাফার এর সঙ্গে কথা বলে তারা চেয়েছিলেন গঙ্গার মাঝখানে গিয়ে কতগুলো পারফেক্ট ছবি আর ভিডিও তুলতে।
কিন্তু আচমকাই গঙ্গার জলস্তর অনেকটা বেড়ে যায়। হিমশিম খেয়ে তারা জলের স্রোতে ভেসে যাচ্ছিল তারা। উদ্ধারকারীরা তাদের আর্তনাদ শুনে বাঁচায়। অচৈতন্য অবস্থায় জল থেকে উদ্ধার করা হয় দুজনকে। দেরাদুনের এক হাসপাতালে তারা এখন ভর্তি। উদ্ধারকারীরা জানান বরাতজোরেই জীবনে বেঁচেছে সেই যুগল।
দেখুন খবরটি
Pre-wedding shoot over Ganga goes awry in Uttarakhandhttps://t.co/PokcSL43bv
— The Times Of India (@timesofindia) December 30, 2023
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)