Mehbooba Mufti: আমরা বিজেপির সঙ্গে লুকিয়ে চুড়িয়ে কথা বলিনি, জোট প্রসঙ্গে মন্তব্য মেহেবুবা মুফতির
একটা সময় বিজেপির সঙ্গে জোট করে জম্ম-কাশ্মীরে সরকার গড়েছিলেন পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি। কিন্তু ৩৭০ অনুচ্ছেদ ওঠানোর আগেই পিডিপি ও বিজেপির সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যায়।
একটা সময় বিজেপির সঙ্গে জোট করে জম্ম-কাশ্মীরে সরকার গড়েছিলেন পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি (Mehbooba Mufti)। কিন্তু ৩৭০ অনুচ্ছেদ ওঠানোর আগেই পিডিপি ও বিজেপির সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যায়। তবে ভোটের আগে ফের কানাঘুষো শোনা যাচ্ছে মুফতির সঙ্গে জোট নিয়ে লুকিয়ে চুড়িয়ে কথাবার্তা চালাচ্ছে বিজেপি নেতা রাম মহাদেব। সম্প্রতি এমনটাই দাবি করেছেন এনসি নেতা ওমর আবদুল্লাহ। আর এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতির স্পষ্ট বার্তা, যদি বিজেপির সঙ্গে হাত মেলাতেই হত, তাহলে সেটা সকলের অলক্ষে করব কেন? আগে যখন জোট হয়েছিল তখন রাম মাধবের সঙ্গে সকলের সামনে কথা হয়ছিল। এবং জম্মু-কাশ্মীর নিয়ে তাঁদের চিন্তাধারা ভালো লেগেছিল তাই আমরা একসঙ্গে সরকার গড়েছিলাম। কিন্তু পরে তাঁদের আসল চিন্তাধারা সামনে আসে। এখন আমাদের মধ্যে কোনও জোট হওয়ার সম্ভাবনা নেই।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)