Kedarnath Temple: দিওয়ালির মাঝে বন্ধ কেদারনাথের দরজা, জানুন তারিখ

প্রায় ১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। এই দিওয়ালির সময় দূরদূরান্ত থেকে বহু মানুষ এই কেদারনাথ ধামে আসেন।

Kedarnath Temple Reopen Photo Credit: Twitter@ANINewsUP

নয়াদিল্লিঃ সামনেই দিওয়ালি(Diwali 2024)। আলোর উৎসবে সেজে উঠছে গোটা দেশ। দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে কেদারনাথ ধামও(Kedarnath Dham)। ফুলের মালায় ঢেকে ফেলা হয়েছে মন্দির চত্ত্বর। প্রায় ১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। এই দিওয়ালির সময় দূরদূরান্ত থেকে বহু মানুষ এই কেদারনাথ ধামে আসেন। কেদারনাথ ধামে প্রদীপ জ্বালান ভক্তরা। এ বারও কেদারমুখী হয়েছেন বহু ভক্ত। তবে এরই মাঝে আগামী ৩ নভেম্বর সকাল ৮.৩০ টা থেকে বন্ধ থাকবে মন্দিরের দরজা। শীতের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি আগামী ১৭ নভেম্বর বন্ধ থাকবে বদ্রীনাথের দরজা।

দিওয়ালির মাঝে বন্ধ কেদারনাথের দরজা, জানুন তারিখ