Odisha: ওড়িশায় পুলিশের এনকাউন্টারে খতম এক মাওবাদী, বাজেয়াপ্ত অস্ত্র, জারি তল্লাশি অভিযান
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে যখন ওড়িশাতে ঝড়বৃষ্টি অব্যাহত, তখন অন্যদিকে জঙ্গল এলাকায় মাওবাদীদের ওপর হামলা করল ওড়িশা পুলিশে এসওজি টিম।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে যখন ওড়িশাতে ঝড়বৃষ্টি অব্যাহত, তখন অন্যদিকে জঙ্গল এলাকায় মাওবাদীদের (Maoist) ওপর হামলা করল ওড়িশা পুলিশে এসওজি টিম। জানা যাচ্ছে, শুক্রবার সকালে কান্দমাল (Kandhmal) এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালাতে গিয়ে নজরে আসে বেশ কয়েকজন মাওবাদীকে। এরপর দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। আর তাতেই খতম হয় এক মাওবাদী। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল ও বেশ কয়েকটি কার্তুজ। যদিও বাকিরা গা ঢাকা দিয়েছে। আর তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ টিম। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)